টমটমের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত News News Desk প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯ পটুয়াখালীতে টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে শহরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান শহরের কলেজ রোর্ডের তালতলা এলাকার বাসিন্দা জলিল দারোগার একমাত্র ছেলে এবং পটুয়াখালী সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। হাসানের বাবা ভোলার লালমোহন থানায় এসআই হিসেবে কর্মরত আছেন। স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে হাসান মোটরসাইকেল যোগে শহরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি কলেজ রোড এলাকায় পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাসান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। Related posts:ফরিদপুরে বাস চাপায় নিহত ২গাড়ীতে বসে করোনার টিকা নিলেন হেফাজতের আমির বাবুনগরীময়মনসিংহে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী আটক Post Views: ২৬২ SHARES সারা বাংলা বিষয়: