নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯ অনলাইন ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা থেকে দুই শিশু নিখোঁজের ঘটনা ঘটে। এ ঘটনার ১২ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকালে উপজেলার বড়ইউড়ি ইউপির বল্লবপুর গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন-ওই গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া ও তার ভাই তোফাজ্জুল মিয়ার ছেলে তায়েব মিয়া। স্থানীয় মেম্বার খন্দকার মনিরুজ্জামান মনু জানান, সোমবার বিকেল থেকে ওই দুই শিশুকে পাওয়া না গেলে আত্মীয়-স্বজনসহ আশপাশের এলাকাগুলোতেও খোঁজ করা হয়। সেখানে না পাওয়ায় মাইকিং করা হয়। আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন পুকুরে দুই শিশুর লাশ দেখতে পেলে তাদের পরিবারের লোকজন এসে সনাক্ত করে। পরে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ বিষয়ে বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে। এ ব্যাপারে পুলিশ ঘটনা অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। Related posts:শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালক নিহতধর্মঘটে কক্সবাজারে আটকা পড়েছেন বিশ হাজার পর্যটকশেরপুর মুক্ত দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ Post Views: ২৮৬ SHARES সারা বাংলা বিষয়: