একই রশিতে ফাঁস দিয়ে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯ নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় একই রশিতে গলায় ফাঁস দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপিনগর ঈদগাহ মাঠের আম গাছে। পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানায়, উপজেলার গোপিনগর ঈদগাহ মাঠের আম গাছে সকালে রশি দিয়ে ঝুলানো দুটি লাশ এলাকাবাসী দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গোপিনগর গ্রামের পরেন শিশার মেয়ে কাজলী মর্মূ এবং পাশ্ববর্তী মহিমাপুর গ্রামের সুধীর হেব্রমের ছেলে জয় হেব্রমের লাশ উদ্ধার করা হয়।তিনি আরো জানান, কাজলী মর্মূ নজিপুর মহিলা ডিগ্রী কলেজে এইচএসসির প্রথম বর্ষের শিক্ষার্থী এবং জয় পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পত্নীতলা থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। Related posts:অস্ত্রোপচারের সময় দুর্ঘটনা ঘটলে দায় নিতে হবে চিকিৎসককে: স্বাস্থ্যমন্ত্রীটেকনাফে ১০ কোটি টাকার আইস উদ্ধার করলো বিজিবিদেওয়ানগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার Post Views: ২৫১ SHARES সারা বাংলা বিষয়: