কাশ্মীর ইস্যুতে বৈঠক পাকিস্তান ও চীন সেনাপ্রধানের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯ অনলাইন ডেস্ক : কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল সু কিলিয়াং এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। সোমবার এ দুই শীর্ষ সেনা কর্মকর্তা কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় করেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে, জেনারেল কিলিয়াং পাকিস্তানের সেনা সদরদপ্তর পরিদর্শন করেছেন। এসময় চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ও পাক সেনাপ্রধান একান্ত বৈঠক করেন এবং কাশ্মীর পরিস্থিতির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। জেনারেল বাজওয়া কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতি আন্তরিক ও সর্বাত্মক সমর্থন দেয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান। বৈঠকে চীনের সেনা কর্মকর্তা বলেন, পাকিস্তান হচ্ছে সময়ের পরিক্রমায় উত্তীর্ণ ও পরীক্ষিত বন্ধু। আইএসপিআর জানিয়েছে, বৈঠকের সময় দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। যার আওতায় চীন পাকিস্তানকে সামরিক দিক দিয়ে আরও বেশি সক্ষম করে তোলার জন্য সহযোগিতা করবে। এর আগে, চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান সু কিলিয়াং পাকিস্তানে সেনা সদর দপ্তরে পৌঁছলে তাকে গার্ড অব অনার প্রদান প্রদান করা হয়। চলতি মাসের গোড়ার দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সংকট নিয়ে যখন ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে তখন ইসলামাবাদের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছে চীন। Related posts:ইরানে ইসরায়েলের ফের হামলা, ২০ শিশুসহ নিহত ৬০যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতদের তলব করেছে ইরানআওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত Post Views: ২৪১ SHARES আন্তর্জাতিক বিষয়: