পর্নোগ্রাফি মামলায় রাবির শিক্ষার্থী গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে স্টেশনবাজার এলাকা থেকে মতিহার থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি ওই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গতকাল ওই শিক্ষার্থীর বান্ধবী তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। রাতে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। মতিহার থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিক আজ বুধবার সকালে জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই শিক্ষার্থীকে আদালতে পাঠানো হবে। Related posts:কামালপুর স্থল বন্দরে করোনা ভাইরাস পরীক্ষায় মেডিকেল ক্যাম্পশ্রমিকের বদলে ড্রেজারতিন ক্যাসিনোতে অভিযান : ৩৮ লাখ টাকা ও বিপুল মাদক উদ্ধার Post Views: ২৯৫ SHARES জাতীয় বিষয়: