বঙ্গবন্ধু হত্যায় ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে কমিশন গঠন করতে হবে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯ নিজস্ব প্রতিবেদক : বর্ষিয়াণ রাজনীতিবিদ ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার হয়েছে। বিদেশে পলাতক খুনিদের ফেরত এনে বিচারের আয়োজনও চলছে। কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনও উদঘাটিত হয়নি। তাই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদেরও চিহ্নিত করতে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করতে হবে। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। বঙ্গবন্ধু স্মৃতি চর্চা কেন্দ্র আয়োজিত এ সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. মিজানুর রহমান, সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ, প্রকৌশলী শাহ আহমদ মুসাব্বির প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ মুরাদ হোসেন। Related posts:বঙ্গভবন এলাকায় ২ প্লাটুন বিজিবি মোতায়েনছেলেরা যা পারেনি, মেয়েরা তা পেরেছে: প্রধানমন্ত্রীসরকারি প্রকল্পের টাকা সঠিক ব্যবহার হলে দেশ আরো এগিয়ে যেত: প্রধানমন্ত্রী Post Views: ২৬১ SHARES জাতীয় বিষয়: