বাংলাদেশ দলের নতুন ফিজিও জুলিয়ান এখন ঢাকায় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯ বিশেষ সংবাদদাতা : আজ (শনিবার) পর্যন্ত জাতীয় দলের সঙ্গে কাজ করছিলেন স্থানীয় ফিজিও বায়োজিদ ইসলাম। কাল রোববার থেকে তার জায়গা নিয়ে নিচ্ছেন নতুন ফিজিও, দক্ষিণ আফ্রিকান জুলিয়ান ক্যালেফাতো। বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে আজ সকালেই ঢাকায় চলে এলেন টাইগারদের নতুন ফিজিও। সকাল সাড়ে দশটার দিকে রাজধানীতে পা রেখেছেন জুলিয়ান। যথারীতি তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ওয়াসিম খান। ধারণা করা হচ্ছে, আগামীকাল জাতীয় দলের বহরের সাথে চট্টগ্রাম যাবেন জুলিয়ান। সেখানেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট বাংলাদেশের। ওই টেস্টকে সামনে রেখে দল নিয়ে কাজ করবেন নতুন ফিজিও। আফগানিস্তানের বিপক্ষে একটিই টেস্ট খেলবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই টেস্টটি শুরু হবে ৫ সেপ্টেম্বর। তার আগে একটি প্র্যাকটিস ম্যাচ রয়েছে টাইগারদের। Related posts:টেস্ট চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিসিবি কর্মকর্তার মৃত্যুক্ষতিপূরণ পাচ্ছে বসুন্ধরা কিংসআঙুলের চোটে সাকিবের বিশ্বকাপ শেষ, ফিরছেন দেশে Post Views: ২৬১ SHARES খেলাধুলা বিষয়: