শেরপুরের বিশিষ্ট সংগঠক আমজাদ হোসেন আর নেই অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের যুব সংগঠক ও সাপ্তাহিক শ্যামলী শেরপুরের নির্বাহী সম্পাদক আমজাদ হোসেন (৭৮) আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ (৩১ আগস্ট) শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, আমেরিকা প্রবাসী ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। পরিবার সূত্রে জান গেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে শেরপুর শহরের নয়ানী বাজারের বাসায় তিনি বাথরুমে যাওয়ার সময় পিছলে পড়ে গিয়ে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে টঙ্গী এলাকায় তিনি মৃত্যুবরণ করেন। তার লাশ শেরপুরে আনা হচ্ছে। মরহুমের নামাজে জানাজার সময় এখনও নির্ধারিত হয়নি। তবে প্রবাসী ছেলে-মেয়েদের পরামর্শে আজই তাকে দাফন করা হতে পারে বলে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। জান গেছে, শেরপুর শহরের শীতলপুর এলাকায় জন্মগ্রহণকারী আমজাদ হোসেন আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি ব্যবসা এবং সমাজসেবামূলক কর্মকান্ডে নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচার এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় সামনে থেকে নেতৃৃত্ব দিয়েছেন। ছাত্র জীবনেই তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে অবিভক্ত জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে শেরপুর কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেরপুর পৌরসভার সাবেক ভাইস-চেয়ারম্যান আমজাদ হোসেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতির পাশাপাশি জেলা চালকল মালিক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডীর সদস্য, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি এবং সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও সাপ্তাহিক শ্যামলী শেরপুররের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে বিশিষ্ট সংগঠক আমজাদ হোসেনের মৃত্যুতে সাবেক সাংসদ ও সাপ্তাহিক শ্যামলী শেরপুরের সম্পাদক-প্রকাশক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া জেলার বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। Related posts:নিজের মুক্তিযোদ্ধা ভাতা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীঅস্ট্রেলিয়াকে চরম লজ্জা দিয়ে শেষ ম্যাচ জয় টাইগারদেরনালিতাবাড়ীতে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় ইউপি সদস্য নিহত, আহত ২ Post Views: ৩৭২ SHARES Uncategorized বিষয়: