সব আদালতের এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯ স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের এজলাস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো, প্রদর্শন এবং সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে দেশের সব আদালত কক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি টানানোর পরে এ ব্যাপারে হাইকোর্টে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আইন মন্ত্রণালয়, হাইকোর্টের রেজিস্ট্রার, অর্থ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও কেএম কমরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি রিটকারী আইনজীবী সুবিরনন্দি দাস নিশ্চিত করেন। Related posts:প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে বাতিলআইনজীবীদের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে: রাষ্ট্রপতিমেজর সিনহা হত্যার বিচার শুরু Post Views: ৩৪০ SHARES আইন-আদালত বিষয়: