হারিয়ে যাওয়া শিশুর পিতা-মাতাকে খুঁজছে পুলিশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯ নিজস্ব প্রতিবেদক : জান্নাত নামে হারিয়ে যাওয়া একটি শিশুর পিতা-মাতাকে খুঁজছে পুলিশ। সে বর্তমানে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। জান্নাতের গায়ের রং শ্যামবর্ণ ও উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কফি রঙয়ের জামা এবং গোলাপী প্রিন্টের সেলোয়ার। ৩০ আগস্ট, ২০১৯ রাত ১১.৩০ টায় দারুসসালাম থানাধীন গাবতলী তিন রাস্তার মোড়ে শিশুটিকে খুঁজে পায় সংশ্লিষ্ট থানা পুলিশ। সে তার বাবর নাম- মোঃ উজ্জল এবং মাতার নাম- নাজমা বেগম বলে জানায়। সে আরো জানায়, তার বাড়ি রাজশাহী জেলার তানর থানা এলাকায়। সে তার গ্রাম ও বাড়ির ঠিকানা বলতে না পারায় দারুসসালাম থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রেখে যায়। গত ৩০ আগস্ট এ সংক্রান্তে দারুসসালাম থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। উক্ত শিশুর কোন স্বজনের সন্ধান পাইলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটি অফিসার- মোবাইল নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫)। Related posts:পদ্মা সেতুর জন্য বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে : প্রধানমন্ত্রীতাসনিম জারা ও জাহাঙ্গীর কবিরকে দেওয়া আইনি নোটিশ প্রত্যাহারসাহারা খাতুনের অবস্থা অপরিবর্তিত, থাইল্যান্ড নেওয়ার প্রক্রিয়া চলছে Post Views: ২৪৮ SHARES জাতীয় বিষয়: