১ অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে সব চ্যানেলের সম্প্রচার শুরু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯ নিজস্ব প্রতিবেদক : অনলাইন রিপোর্টার ॥ আগামী ১ অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর মাধ্যমে দেশের সব টেলিভিশন চ্যানেল আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করবে। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো’র নেতাদের বৈঠকের পর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান। বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন-অ্যাটকো নেতারা। তারা টেলিভিশন শিল্পের নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী ১ অক্টোবর বঙ্গবন্ধু স্যাটেলাইট এর মাধ্যমে সব চ্যানেল তাদের কার্যক্রম শুরু করবে। সেদিন প্রধানমন্ত্রীকে তা উদ্বোধনের জন্য অ্যাটকো নেতারা অনুরোধ জানান। প্রধানমন্ত্রী তাদের অনুরোধ রক্ষা করেন। তিনি বলেন, এছাড়া আমাদের সম্প্রচার মাধ্যমকে ডিজিটালাইজড করার বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এই মাধ্যমকে ডিজিটালাইজড করার সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। Related posts:পুলিশের নতুন আইজিপি বেনজীর, র্যাব মহাপরিচালক মামুনএবার ভারতের ১৫ শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলাস্বাস্থ্য অধিদফতরের ডিজির পদত্যাগ Post Views: ২৬৪ SHARES জাতীয় বিষয়: