‘আমি তোমাদের ডিসি স্যারের মিসেস’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : খুলনার জেলা প্রশাসক (ডিসি) হেলাল হোসেনের স্ত্রী পরিচয়ে সরকারি দফতরে টাকা দাবি করেছেন এক নারী। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। খুলনার জেলা প্রশাসক হেলাল হোসেন বলেন, গত কয়েকদিন ধরে আমার স্ত্রী পরিচয়ে জেলা প্রশাসনের দফরে অর্থ দাবি করার ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার আমার গোপনীয় সহকারী (সিএ) হুমায়ুন কবিরকে মোবাইল ফোনে বিকাশ করে অর্থ পাঠাতে বলেছে ওই নারী। তবে তা আমার কাছে গোপন রাখতে বলা হয়। এটা প্রতারণার নতুন কৌশল। যে দুটি মোবাইল নম্বর দিয়ে অর্থ দাবি করা হয়েছে তা পুলিশের কাছে দেয়া হয়েছে। নাম্বার দুটি ট্র্যাকিং করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। জেলা প্রশাসকের গোপনীয় সহকারী (সিএ) হুমায়ুন কবির জানান, গতমাসেও ওই নারী ডিসি স্যারের স্ত্রী পরিচয়ে কল করেছিল। আমি তার নাম জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তোমাদের ডিসি স্যারের মিসেস।’ এই বলে তিনি পাঁচ হাজার টাকা দাবি করেন। Related posts:জামালপুরে ব্যবসায়ী হত্যা মামলায় মা-মেয়েসহ ৩ জনের যাবজ্জীবনশেরপুরে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়ানশীপ ফুটবল উপলক্ষ্যে শোভাযাত্রাময়মনসিংহ মেডিকেলের করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু Post Views: ২৮২ SHARES সারা বাংলা বিষয়: