ওয়ান শুটারগানসহ ছিনতাইকারী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯ চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় ওয়ান শুটারগানসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। স্কুলব্যাগে অস্ত্র বহনের সময় তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে স্টেশন রোডে ম্যানিলা হোটেলের সামনে থেকে শহীদুল ইসলাম খোকন (৩৭) নামের ওই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। সে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মৃত মুক্তিযোদ্ধা আবু তাহেরের ছেলে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের স্টেশন রোড এলাকা থেকে মো. শহীদুল ইসলাম খোকনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাঁধে থাকা স্কুল ব্যাগটি জব্দ করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে স্কুল ব্যাগে তল্লাশি করে একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। ওসি মহসিন বলেন, ‘কাঁধে স্কুলব্যাগ নিয়ে ঘোরাঘুরির ফাঁকে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের উদ্দেশে সে স্টেশন রোড এলাকায় গিয়েছিল। নগরের বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানা অপরাধে যুক্ত শহীদুল। তার নামে বিভিন্ন থানায় মাদকসহ সাতটি মামলা রয়েছে।’ Related posts:জাতীয় বস্ত্র দিবস আজকরোনায় মারা গেলেন আবদুল মতিন খসরু৩০ নভেম্বরের মধ্যেই দিতে হবে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব Post Views: ২৩০ SHARES জাতীয় বিষয়: