কমছে স্বর্ণের দাম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯ ?????? ??????,???????????,rtvonline, শ্যামলী নিউজ ডেস্ক : টানা কয়েকদফা বাড়ার পর এবার কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার নতুন এ দাম নির্ধারণ করে দেওয়া হয়। নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে বাজারে সব ধরনের স্বর্ণ ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমে বিক্রি হবে। ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৪ হাজার ৫২৯ টাকা, ১৮ ক্যারেট ৪৯ হাজার ৫১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ২৯ হাজার ১৬০ টাকা। বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য কিছুটা হ্রাস পাওয়ায় দেশীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্যও হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। এর আগে গত ২৬ আগস্ট স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পরদিন সে দামে বিক্রি শুরু হয় স্বর্ণ। মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হয় ৫৮ হাজার ২৮ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫৫ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫০ হাজার ৬৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ৩০ হাজার ৩২৬ টাকা। Related posts:শেরপুরে এসএমই মেলায় বসেছে বাহারী পণ্যের সমাহারমেলার প্রথম দিনে এলো ৩২৩ কোটি টাকার আয়করআবারও যোগ্য এমডির সন্ধানে ডিএসই Post Views: ২৯৩ SHARES অর্থনৈতিক বিষয়: