কোয়ার্টার ফাইনালে নাদাল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯ অনলাইন ডেস্ক : ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। দ্বিতীয় বাছাই নাদাল চার সেটের লড়াইয়ে হারিয়েছেন ক্রোয়েশিয়ান তারকা মারিন চিলিচকে। প্রথম সেটে দুর্দান্ত জয় পান নাদাল। দ্বিতীয় সেটে সমতায় ফিরেন ২২তম বাছাই ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন চিলিচ। এরপর দুর্দান্তভাবে পরের দুই সেট জিতে নেন নাদাল। তিনবারের ইউএস ওপেনজয়ী কোয়ার্টারে পা রাখেন ৬-৩, ৩-৬, ৬-১ ও ৬-২ গেমে জিতে। জেতার পর ইউএস ওপেনের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন নাদাল বলেন, দ্বিতীয় সেটে হারের পর কিছু কিছু বিষয়ে পরিবর্তন আনতে হয়েছে। তা না হলে আমি জিততে পারতাম না। নাদালের খেলা দেখতে সন্তানকে সঙ্গে নিয়ে এসেছিলেন গলফ কিংবদন্তি টাইগার উডস। এ বিষয়ে নাদাল বলেন, আপনাদের সবার সামনে খেলা আমার জন্য বিরাট সম্মানের। তবে টাইগারের সামনে খেলা অবশ্যই আমার জন্য বিশেষ কিছু। শেষ চারে যাওয়ার লড়াইয়ে ১৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল মুখোমুখি হবেন ২০তম বাছাই আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্জম্যানের। Related posts:ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে শুভ সূচনা টাইগারদেরসাফ জয়ী নারী ফুটবলারদের পুরস্কার দেবে বিসিবিমোসাদ্দেক-লিটনের নৈপুণ্যে ৭ উইকেটে জয় বাংলাদেশের Post Views: ৩০৭ SHARES খেলাধুলা বিষয়: