জামালপুরে জুট মিল চালু ও বেতনের দাবিতে বিক্ষোভ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯ জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আলহাজ্ব জুট মিল চালু এবং বকেয়া বেতনের দাবিতে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছেন মিলের শ্রমিক-কর্মচারীরা। বুধবার দুপুর থেকে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। প্রায় ১৫ মাস আগে জেলার সরিষাবাড়ী উপজেলায় আলহাজ্ব জুট মিল বন্ধ ঘোষণা করে মিল কর্তৃপক্ষ। মিল বন্ধ হওয়ার পর থেকেই মিলের শ্রমিক-কর্মচারীরা আন্দোলন চালিয়ে আসছে। এদিকে আজ দুপুর ১২টার দিকে মিল চালুর তারিখ নির্ধারণ এবং বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে আসে শ্রমিক-কর্মচারীরা। তারা সরিষাবাড়ী রেল স্টেশন এলাকায় উপজেলার প্রধান সড়কে অবস্থান নেয়। এসময় বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভ ও সড়ক অবরোধ চলাকালে আলহাজ্ব জুটমিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, মোয়াজ্জেম হোসেন, মনিরুল ইসলাম রনি প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা মিল চালু না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। Related posts:শেরপুরে আইইডি’র বার্ষিক সাংস্কৃতিক উৎসবে মাদক-গুজব-বাল্যবিয়ে বিরোধী শপথকুমিল্লায় কাউন্সিলরসহ জোড়া খুনের মামলার দুই আসামি 'বন্দুকযুদ্ধে' নিহতজামালপুরের মেলান্দহে দেয়াল ধসে নিহত ১ Post Views: ২২৭ SHARES সারা বাংলা বিষয়: