ঝড় তুলল ফার্স্ট ম্যান ও ফার্স্ট লেডি’র ছবি Faruk Faruk Pappu প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৯ বিনোদন ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের ফার্স্ট ম্যান ও ফার্স্ট লেডি’র ছবি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। শুক্রবার মুম্বাইয়ে ইন্ডিয়ান স্পোর্টস অর্নাস ২০১৯ অনুষ্ঠানে বিরাট কোহলি ও আনুষ্কার শর্মার ফরমাল পোশাক নজর কাড়ে।তাদের দু’জনের এই ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। পোস্টটি কয়েক মিলিয়ন লাইক এবং কমেন্টে ভরে উঠে। বিরাটপত্নী তার ইনস্টাগ্রামে পোস্টের কমেন্ট বক্সে একটি হার্টের ইমোজি দিয়েছেন। ২০১৭-র ডিসেম্বরে ইতালির তাসকানিতে গাঁটছড়া বাঁধার পর থেকে বিরাট-আনুষ্কা হয়ে উঠেছেন ফ্যাশন আইকন। বিয়ের পর থেকে টিম ইন্ডিয়ার বিদেশ সফরেও বিরাটের ছায়াসঙ্গী আনুষ্ক। গত বছর অস্ট্রেলিয়া সফর থেকে প্রতিটি সফরেই বিরাটের সঙ্গে গিয়েছেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি। মাস দু’য়েক আগে ইংল্যান্ড ও ওয়েলেসর মাটিতে বিশ্বকাপেও এর ব্যতিক্রম হয়নি। তারপর ক্যারিবিয়ান সফরেও টিম ইন্ডিয়ার অতিরিক্ত সদস্য হিসেবে ভারতীয় দলের সঙ্গে ছিলেন বিরাটপত্নী। Related posts:তানজীব সারোয়ারের নায়িকা দীঘিশিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ : আপিল বিভাগগ্রিন কার্ড পেলেন শাকিব Post Views: ২৬৭ SHARES বিনোদন বিষয়: