ডিসেম্বরের মধ্যেই ই-পাসপোর্ট চালু হবে: অর্থমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ই-পাসপোর্ট চালু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।তিনি বলেন, ই-পাসপোর্ট জুলাইয়ে চালু করা যায়নি। জার্মানির একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কাজ অনেকদূর এগিয়ে নিয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী এই সভাকে নিশ্চিত করেছেন এটি ডিসেম্বরের পরে যাবে না। ডিসেম্বরের মধ্যেই প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করতে পারবেন।তিনি আরও বলেন, আমরা এমআরপি পাসপোর্টের শেষের দিকে চলে এসেছি। ডিসেম্বরের আগ পর্যন্ত যে পরিমাণ এমআরপি পাসপোর্ট লাগবে সেজন্য ২০ লাখ লেমিনেশন ফয়েল সরাসরি ক্রয়ের বিষয়টি অনুমোদন দিয়েছি। এটি এমআরপি পাসপোর্টের শেষ সংস্করণ। ই-পাসপোর্ট এসে গেলে আমরা সবাইকে ই-পাসপোর্ট হস্তান্তর করব। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জুলাই মাসে ই-পাসপোর্ট চালু করার কথা থাকলেও যন্ত্রপাতি সেটআপসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, এ জন্য সময় লাগছে। Related posts:টেক্সাসে বাংলাদেশি পরিবারের ৬ জনের মরদেহ উদ্ধারমাহফুজ ও আসিফকে সরকার থেকে সরে আসতে বললেন এনসিপি নেত্রী১০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Post Views: ৩১৩ SHARES জাতীয় বিষয়: