ঢাকার পর এবার চট্টগ্রামে অভিযান, গ্রেফতার ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : ঢাকার পর এবার চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন আলমাস সিনেমার পাশে অবৈধ পুল ক্লাবে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ক্লাবের মালিকের ছেলে খালেকুজ্জামান ও স্টাফ রতন। হ্যাং আউট নামের ওই পুলের মালিক চট্টগ্রাম পরিবহন মালিক সমিতির মহাসচিব গোলাম রসুল বাবু। অভিযানে ক্লাবটিকে সিলগালা করে দেয়া হয়। শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। কোতেয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘হ্যাং আউট পুল ক্লাবের বৈধ কোনো কাগজপত্র ছিল না। তাই এটি চলতে দেয়া হবে না। আমরা পুল ক্লাবটি সিলগালা করে দিয়েছি। মালিকের ছেলে খালেকুজ্জামান ও স্টাফ রতনকে গ্রেফতার করেছি। হ্যাং আউটের মালিক গোলাম রসুল বাবুর ছেলে খালেকুজ্জামান দাবি করেন, এখানে শুধু পুল খেলা হয়, তাই অনুমতি নেয়া হয়নি। Related posts:আমরা দ্রুত টিকা নিয়ে আসার চেষ্টা করছি : প্রধানমন্ত্রীচলতি মাসেই যারা বুস্টার ডোজ পেতে পারেন : স্বাস্থ্যমন্ত্রীস্মৃতিসৌধে শ্রদ্ধা মালদ্বীপ প্রেসিডেন্টের Post Views: ২২০ SHARES জাতীয় বিষয়: