নানা আয়োজনে শেরপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ ‘ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে নানা আয়োজনে শেরপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট ভবন চত্ত্বরে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের একই স্থানে গিয়ে শেষ হয়। ওইসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, এনডিসি আরিফ ফয়সাল খান, সহকারী কমিশনার অহনা জিন্নাত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, শেরপুর ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক মোঃ রেজুয়ানসহ স্কাউটস ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের ট্রেনিং সেন্টার তুলশীমালায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। ওইসময় তিনি বলেন, পর্যটনে অপার সম্ভাবনাময় জেলা শেরপুর। যে কারণে শেরপুরের জেলা ব্র্যান্ডিংও পর্যটনের উপরই। ‘পর্যটনের আনন্দে, তুলসীমালার সুগন্ধে’ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুর জেলায় পর্যটনের উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, শিক্ষার্থী শাহরিয়ার মল্লিক প্রভাত প্রমুখ। পরে পর্যটনের উপর অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। Related posts:স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে প্রাণ গেলো প্রবাসী স্বামীর, আটক ২বান্দরবানে ডেঙ্গুতে প্রথম মৃত্যুব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Post Views: ২৪৫ SHARES সারা বাংলা বিষয়: