নারী ব্যবসায়ীকে সুবিধা দিয়ে তদন্তের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : সময়টা মোটেও ভাল যাচ্ছে না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। মসনদে বসার পর থেকেই ব্রেক্সিট বিপাকে পড়ে হালে পানি পাচ্ছেন না তিনি। এবার তার বিরুদ্ধে উঠছে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ। ফলে তদন্তের মুখে পড়তে হতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। খবর সংবাদ প্রতিদিনের। জানা গিয়েছে, লন্ডনের মেয়র থাকার সময় আমেরিকার একজন ব্যবসায়ী নারীকে বিশেষ কিছু সুযোগ-সুবিধা দিয়েছিলেন জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, জেনিফার আরকুরি নামের ওই নারী আমেরিকার নাগরিক। তার সঙ্গে জনসনের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এই মামলায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। এর ভিত্তিতে বরিসের বিরুদ্ধে তদন্ত করা হতে পারে। মেয়র পদের অপব্যবহার করার জন্য বরিসের বিরুদ্ধে তদন্ত করার ক্ষেত্রে বিভিন্ন দিক খতিয়ে দেখবে প্রশাসন। সূত্রের খবর, নিজের বন্ধুদের কাছে বরিসের সঙ্গে তার ‘প্রণয়ের সম্পর্কে’র কথা নাকি ফাঁস করেছেন ওই নারী। এদিকে, এই বিষয়ে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।উল্লেখ্য, সদ্য আদালতে বড়সড় ধাক্কা খেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পাঁচ সপ্তাহের জন্য পার্লামেন্ট সাসপেন্ড করার নির্দেশ বেআইনি বলে ঘোষণা করেছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট। ফলে নৈতিকভাবে জনসনের পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধীরা। পাশাপাশি, কিছুতেই ব্রেক্সিট জট ছাড়তে পড়ছেন না কনজারভেটিভ পার্টির প্রধান। প্রায় চুক্তিহীনভাবেই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে চলেছে ব্রিটেন। এহেন পরিস্থিতিতে জনসনের বিরুদ্ধে নয়া অভিযোগে ব্রিটিশ শাসকদলের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। Related posts:আফগানিস্তানে স্কুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৪০ফিলিস্তিনের বিজয়ে সবচেয়ে বড় অংশীদার ইরান : হামাস প্রধানফ্রান্সে ছুরি নিয়ে হামলায় হতাহত ৯ Post Views: ২১৭ SHARES আন্তর্জাতিক বিষয়: