প্রথমবার একসঙ্গে মৌ ও ফেরদৌস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯ বিনেদন ডেস্ক : দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম সাদিয়া ইসলাম মৌ ও ফেরদৌস বিজ্ঞাপনে জুটি হলেন। দুর্গাপূজা উপলক্ষে ফ্যাশন হাউস বিশ্বরঙের বিভিন্ন পোশাকের মডেল হয়েছেন তারা। তাদের প্রথম একসঙ্গে মডেল হিসেবে দেখা যাবে। এ প্রসঙ্গে অভিনেতা ও মডেল ফেরদৌস বলেন, ‘অনেকের মতো মৌ আমার প্রিয় মডেলদের একজন। তিন দশক ধরে তিনি একনাগাড়ে মডেল হিসেবে কাজ করে যাচ্ছেন। শুরু থেকে এখন পর্যন্ত যার প্রতিটি কাজ দর্শকের মাঝে সাড়া ফেলেছে, সেই মৌয়ের সঙ্গে মডেল হিসেবে কাজ করতে পারা সত্যি আনন্দের। জুটি হিসেবে আমাদের প্রথম কাজটি অনেকের নজর কাড়বে বলেই আশা করছি।’ ফেরদৌসকে বিজ্ঞাপনে জুটি হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মৌ নিজেও। বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা জানান, প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে তিনি বিভিন্ন পোশাকের ডিজাইন করেছেন। সেই পোশাকগুলোর মডেল হয়েছেন সাদিয়া ইসলাম মৌ ও ফেরদৌস। এর আগেও এই দুই তারকা আলাদাভাবে তার নকশা করা বিভিন্ন পোশাকের মডেল হয়েছেন। কিন্তু এবারই প্রথম তাদের মডেল হিসেবে একসঙ্গে দেখা যাবে। Related posts:কলকাতার মেট্রোয় প্রসেনজিৎ ও ঋতুপর্ণাএক মাসে সুশান্তের আরও তিন ঘনিষ্ঠজনের আত্মহত্যা, সামনে এল চাঞ্চল্যকর তথ্যঅপরাধ ও রহস্য উন্মোচনের গল্পে আমান-ঊর্মিলা Post Views: ৫৫১ SHARES বিনোদন বিষয়: