‘প্রধানমন্ত্রী ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছেন’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, একটি জ্ঞানভিত্তিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছেন। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড ও জীবিকার ধারা বদলে যাবে উল্লেখ্য করে তিনি আরো বলেন, দেশেকে মেধা নির্ভর অর্থনীতির ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে প্রধানমন্ত্রীর সুযোগ্যপুত্র সজিব ওয়াজেদ জয় দেশের ৭০ শতাংশ তরুণদের কর্মসংস্থানের জন্য প্রযুক্তি নির্ভর কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। দেশকে সকল ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করতে সরকার ৫ হাজার ২৯৫টি ডিজিটাল সেন্টার করেছে। সেখানে প্রতি বছর ৬০ লাখ মানুষ তথ্যপ্রযুক্তি সেবা নিচ্ছেন। এ ছাড়া গত ১০ বছরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব ও ৪০ হাজার মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আইসিটি শিক্ষাকে পাঠ্য পুস্তকে বাধ্যতামুলক করা হয়েছে।রবিবার বিকেলে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরী করতে- শেখ কামাল আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবেশন সেন্টার এর ভূমিকা শীর্ষক দিনব্যাপি মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিনারের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথাগুলো বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এনডিসি)হোসনে আরা বেগম, শেখ কামাল আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) গৌরী শংকর ভট্টাচার্য্য, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক(কারিগরি) ফাহমিদা আক্তার, আইটি বিভাগের বিজনেস স্ট্র্যাটেজিস্ট রাকিব আহমেদ, ডিজিকন টেকনোলজিস লিমিটেডের কর্মকর্তা ওয়াহিদ শরীফ, স্টার্ট-আপ বাংলাদেশের টিমলিডার নাঈম আশরাফী। জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ। এর আগে সকাল ১১ টায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেমিনারের উদ্বোধন করেন। Related posts:ইংরেজী নববর্ষে শ্রমিক নেতা আরিফ রেজার শেরপুর পৌরবাসীকে শুভেচ্ছাময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি দেবদাস ভট্টাচার্য্যের যোগদানবঙ্গবন্ধু মানেই বাংলাদেশ : জামালপুরের মির্জা আজম Post Views: ২৯৬ SHARES তথ্য প্রযুক্তি বিষয়: