প্রাক্তন প্রেমিকের ‘প্রেমপত্র’ পোড়াতে গিয়ে এ কী করলেন তরুণী! অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : ব্রেক-আপ হয়ে গেছে। তাই প্রাক্তন প্রেমিকের দেওয়া কোনো জিনিসই আর ঘরে রাখতে চান না তরুণী। সেই সিদ্ধান্ত অনযায়ী প্রাক্তন প্রেমিকের কাছে পাওয়া সব উপহারের পাশাপাশি ‘লভ লেটার’-গুলোও পুড়িয়ে ফেলতে গিয়েছিলেন ৷ কিন্তু তাতে নিজের বিপদ নিজেই ডাকলেন ওই তরুণী ৷ চিঠিগুলি পোড়ার পাশাপাশি গোটা বাড়িতেই লেগে গেল আগুন ৷ দ্রুত তা ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতেও। নিউজ এইটটিনের খবর, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও অনেক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার বাসিন্দা ওই তরুণীর কাণ্ডে মাথায় হাত তার প্রতিবেশীদেরও ৷ কারণ তাঁদের বাড়ি এবং জিনিসপত্রও পুড়ে গিয়েছে ৷ প্রেমপত্রগুলি পোড়াতে গিয়ে আগুন লেগে যায় ঘরের কার্পেটে ৷ তার থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র ৷ Related posts:প্রথমবারের মতো ইসরায়েলি বসতি ছাড়তে সতর্কবার্তা দিল হিজবুল্লাহমার্কিন বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ২২ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির পক্ষে আদালতের রায় Post Views: ৩০৭ SHARES আন্তর্জাতিক বিষয়: