ফকিরাপুলে কেসিনোতে অভিযান : ১৪২ নারী-পুরুষ আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক :রাজধানীর ফকিরাপুল এলাকায় ইয়ংমেন্স ক্লাবের নিষিদ্ধ জুয়ার কেসিনোতে অভিযান চালিয়েছে র্যাব। এসময় ওই ক্যাসিনোর ভেতর থেকে ১৪২ জন নারী-পুরুষকে আটক করা হয়। বুধবার বিকেলে শুরু হয় অভিযানটি। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানের আগ থেকেই ক্লাবটি ঘিরে রাখেন র্যাবের সদস্যরা। তারা দুপুর থেকে কাউকে ঢুকতে এবং বের হতে দেয়নি। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযানের সময় ভেতরে থাকা এবং ক্যাসিনোতে জুয়া খেলা অবস্থায় ১৪২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এসময় বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে যেগুলো গণনা চলছে বলেও জানান তিনি। এই ক্যাসিনোর মালিক একজন প্রভাবশালী রাজনীতিবিদ বলে জানা গেছে। Related posts:জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭.৯০প্রধানমন্ত্রীকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দনবরখাস্তের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন সেই দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন Post Views: ৩০০ SHARES জাতীয় বিষয়: