ফুটপাতে রাতযাপনকারী শেফালীকে চাকরি দিলেন সাঈদ খোকন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : স্বামী পরিত্যক্তা শেফালী বেগমকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) চাকরি দিলেন মেয়র সাইদ খোকন। সোমবার সাঈদ খোকন নিজেই শেফালী বেগমের হাতে চাকরির কাগজপত্র তুলে দেন। বিষয়টি নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়। এ সময় আবেগাপ্লুত শেফালী বেগম দুই সন্তান নিয়ে বেঁচে থাকার অবলম্বনে সহায়তার জন্য মেয়র সাঈদ খোকনের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান। দুই সন্তান নিয়ে ফুটপাতে রাতযাপনকারী অসহায় শেফালী বেগমকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি মেয়রের গোচরে এলে সিটি কর্পোরেশনে তাকে চাকরির আশ্বাস দেন। সেই হিসেবে কর্পোরেশনে মাস্টাররোলে চাকরি দেয়া হয় শেফালীকে। Related posts:সোশ্যাল মিডিয়া ব্যবহারে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকা জরুরি : আইজিপিআমরা সামনে তাকাতে চাই, পেছনে নয়: ডোনাল্ড লুসিএমএম আদালতে আন্দোলনকারীদের হামলা Post Views: ৩২৫ SHARES জাতীয় বিষয়: