ভারতের উত্তর প্রদেশে ভারী বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৭৯ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : লাগাতার প্রবল বর্ষণে বিপর্যস্ত অবস্থা ভারতের উত্তর প্রদেশে। গত দু’দিনের প্রবল বর্ষণে এখনও পর্যন্ত এই রাজ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯। এদিকে রবিবারও অবস্থার উন্নতি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জানা গেছে, রবিবারও এই রাজ্যে আরও ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে ভারতের আবহাওয়া দফতর। যার জেরে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় প্রতিটি জেলাশাসককে সব সময় প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার।গভীর নিম্মচাপের কারণে ফের উত্তর প্রদেশে বৃষ্টি শুরু হয়েছে। এদিকে প্রবল বৃষ্টিতে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় মারা গেছে ৪৪ জন। এদিকে শনিবার সরকারি ভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় অতিভারী বৃষ্টির কারণে ৩৫ জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছিল। তারপর গত দু’দিনে উত্তরপ্রদেশে বৃষ্টি সংক্রান্ত ঘটনায় আরও ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল বৃষ্টির কারণে শনিবার উত্তরপ্রদেশের আজমগড়ে চার জন মানুষ মারা গেছে। এদিকে মির্জাপুর জেলায় তিন জন মারা গিয়েছে এবং আম্বেদকরনগর এবং গাজিপুরে তিন জন মারা গেছে। এদিকে বৃষ্টির কারনে পৃথক পৃথক ঘটনায় গোরক্ষপুর, ফিরোজাবাদ, উন্নাও, বান্দা,বালিয়া সহ ফতেপুর, সাহারানপুর,অমেথি, প্রয়াগরাজ, চিত্রকুতপুর, সুলতানপুর এবং দেওরিয়াতে মৃত্যু হয়েছে অনেকের। Related posts:সিরিয়ায় সেনা উপস্থিতি জোরদার করল তুরস্ককাশ্মীর ইস্যুতে সৌদি সফরে ইমরান খানকিমের নির্দেশে দেহ ব্যবসায় জড়িতদের প্রকাশ্যে গুলি করে হত্যা Post Views: ১৮৩ SHARES আন্তর্জাতিক বিষয়: