মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না : মেহজাবীন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : আজকে সামাজিক মাধ্যম ফেসবুকে একটা ভিডিও ছড়িয়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোকজন বিভ্রান্তির সৃষ্টি করছেন। আমার সকল ফ্যান-ফলোয়ার এবং সমর্থকদের কাছে আমার অনুরোধ মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না।আমি ইতোমধ্যে ঢাকা মহানগর পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বা ছড়াতে সাহায্য করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছি। Related posts:ইকবাল খন্দকারের গান আলাপনএ বাপ্পা ও কণাআজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবসদর্শক চাপে সিনেপ্লেক্সের সব শাখায় ‘প্রিয়তমা’ Post Views: ২৫৭ SHARES বিনোদন বিষয়: