মিয়ানমারের বিরুদ্ধে মামলা করবে ওআইসি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের বিচারিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ইসলামি রাষ্ট্রগুলোর জোট ওআইসি। আন্তর্জাতিক বিচারিক আদালতে সংগঠনটি পক্ষে এই মামলা করবে গাম্বিয়া। বুধবার ‘রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের রূপরেখা’ ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের পার্শ্ব বৈঠক আয়োজন করা হয়। সেখানে গাম্বিয়ার বিচারমন্ত্রী আবুবাক্কার এম তামবাদু নিশ্চিত করেন, এ বছরই মিয়ানমার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার।‘বঙ্গবন্ধু মিলনায়তনে’ আয়োজিত এই বৈঠকে মূল বক্তব্য স্থাপন করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অভিযোগ করেন, শুধু মিয়ানমার নয়, আন্তর্জাতিক সম্প্রদায়েরও আন্তরিকতার অভাব রয়েছে। বৈঠকের মূল আলোচক হিসেবে গাম্বিয়ার বিচারমন্ত্রী আবুবাক্কার এম তামবাদু রোহিঙ্গা নিধনে মিয়ানমারকে সরাসরি দায়ী করে বলেন, এ বছরের মধ্যেই মিয়ানমারের বিরুদ্ধে বিচারিক আদালতে যাওয়ার প্রক্রিয়া শুরু করছে ওআইসি। Related posts:জাতীয় সংসদে পাস হলো ২০২১-২২ অর্থবছরের বাজেটসেই লঞ্চ থেকে লাফিয়ে স্ত্রীসহ প্রাণে বাঁচলেন পাথরঘাটার ইউএনওদেশের ৪০ লাখ ব্যাটারি চালিত থ্রি হুইলার বন্ধের নির্দেশ হাইকোর্টের Post Views: ৩৪৫ SHARES আইন-আদালত বিষয়: