মেক্সিকোকে উড়িয়ে দিল আর্জেন্টিনা : মার্টিনেজের হ্যাটট্রিক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯ ক্রীড়া ডেস্ক : তরুণ স্ট্রাইকার লাওতারো মার্টিনেজের হ্যাটট্রিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। টেক্সাসে বাংলাদেশ সময় বুধবার সকালে তারকা ফরোয়ার্ডদের অনুপস্থিতিতেও দুর্দান্ত এই জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। বাকি গোলটি করেন লিওনার্দো প্যারাদেস। ম্যাচের ১৭ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন মার্টিনেজ। মিডফিল্ড থেকে পাওয়া বল চারজনকে ফাঁকি দিয়ে জালে জড়ান ইন্টার মিলানের এই তারকা স্ট্রাইকার। ২২ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে মেসিহীন আর্জেন্টিনা। ৩৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে আরও এগিয়ে দেন লিওনার্দো প্যারাদেস। প্রথমার্ধের আগেই জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিক আদায় করেন মার্টিনেজ।দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। মেক্সিকো পারেনি প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে। ফলে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। Related posts:পিএসএলের প্লে-অফে আজ মাঠে নামছেন তামিমচ্যাম্পিয়ন হয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকল ইতালি!এশিয়াতে টস সবসময়ই গুরুত্বপূর্ণ: সাকিব Post Views: ২৩১ SHARES খেলাধুলা বিষয়: