মেলান্দহে ৩দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের মেলান্দহে ৩দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে । ২৯ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্তরে এ বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী। উদ্বোধনের আগে এক বিশাল র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে কৃষি অফিস চত্তরে আলোচনা সভার আয়োজন করা হয়। কৃষি অধিদপ্তর আয়োজিত বৃক্ষ মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদ, ওসি রেজাউল করিম খান, উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি মোহাম্মদ জিন্নাহসহ প্রমুখ। মেলায় বিনামুল্যে বৃক্ষ বিতরণ করা হয়। Related posts:বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি : টাঙ্গাইলের পুলিশ সুপারজামালপুরে ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, কলেজছাত্র গ্রেফতারজামালপুরে পৃথক স্থানে কলেজছাত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার Post Views: ২৩১ SHARES সারা বাংলা বিষয়: