রাজধানীর গোল্ডেন ড্রাগন বারে চলছে পুলিশের অভিযান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : ক্যাসিনো কিংবা অবৈধ জুয়ার আসরবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর ইস্কাটন রোডের গোল্ডেন ড্রাগন বারে চলেছে পুলিশের অভিযান। সোমবার হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গোল্ডেন ড্রাগন বারের ভিতরে প্রবেশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে আমরা বারের লাইসেন্স, শর্ত অনুযায়ী মদ বেচাকেনা ও জুয়া খেলা হচ্ছে কি না তা খতিয়ে দেখবো। এর আগে রাজধানীর মগবাজারের পিয়াসী বার ও তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে অবৈধ বার কিংবা ক্যাসিনো কিছুই পায়নি পুলিশ। সেজন্য তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থাও নেয়া সম্ভব হয়নি। Related posts:ভ্যাকসিনের ট্রায়াল শুরুর বিষয়ে ২ দিনের মধ্যে চিঠি দেবে চীনরেমিট্যান্স প্রবাহ ধীরে ধীরে বাড়বে : অর্থমন্ত্রী৫ কিলোমিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু Post Views: ২৮০ SHARES জাতীয় বিষয়: