শরীয়তপুরে লাঠির আঘাতে একজনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯ শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়ায় আমানউল্লাহ মালত (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে বেলায়েত হোসেন ঢালী (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা ঘড়িসার ইউনিয়নের সুরেস্বরের সমিতি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।প্রতক্ষদর্শী ও নড়িয়া থানা পুলিশ জানান, সুরেস্বর বাজার থেকে আসার পথে সমিতির ঘাট মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন বেলায়েত হোসেন ঢালী (৫৬)। তখন থেকে সুরেস্বর গ্রামের আলাউদ্দিন মালতের ছেলে আমানউল্লাহ মালত (৩২) পিছন থেকে লাঠি দিয়ে বেলায়ত হোসেন ঢালীর মাথায় আঘাত করে। এতে বেলায়েত হোসেন ঢালী মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বেলায়েত হোসেন ঢালী ইছাপাসা গ্রমের আমির হোসেন ঢালীর ছেলে। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে মরদেহ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুলহক আকন্দ জানিয়েছেন, আমানউল্লাহ মালত একজন মানুষক রোগী হিসেবে পরিচিত। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে। Related posts:তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেষ হলো রাজশাহী টেনিস মিটআপ ম্যাচ ২০২৪বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবিরজামালপুর সীমান্তে আবারও বুনো হাতি, আতংকে ৬ গ্রামের মানুষ Post Views: ২৫৪ SHARES সারা বাংলা বিষয়: