শেখ হাসিনাকে হত্যার হুমকি : দুদুর বিরুদ্ধে মামলা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার আদালতে মামলাটি করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ দেবেন বলে জানান। মামলার বাদী মহিউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিবিসির টকশোতে শামসুজ্জামান দুদু বলেছেন শেখ মুজিব যেভাবে বিদায় নিয়েছেন, শেখ হাসিনাকেও সেভাবেই বিদায় নিতে হবে। তিনি বলেন, এই বক্তব্যের মাধ্যমে দুদু প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। প্রধানমনন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। এই বক্তব্যও হত্যাচেষ্টার সামিল। তাই আদালতে এ মামলা দায়ের করেছি। Related posts:এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা হাইকোর্টে দাখিলের নির্দেশসালমান-আনিসুল-ব্যারিস্টার সুমনসহ নতুন মামলায় গ্রেফতার ৫ জনবিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে Post Views: ২৭৩ SHARES আইন-আদালত বিষয়: