শেরপুরে গাছে বেঁধে নির্যাতনের শিকার কিশোরকে জেলা প্রশাসনের তরফ থেকে সহায়তা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯ স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে মোবাইল চুরির অপবাদে উলঙ্গ করে গাছে বেঁধে নির্যাতনের শিকার হওয়া কিশোর মনিরুল ইসলাম ওরফে পুতুরার (১৪) পাঁশে দাড়িয়েছে জেলা প্রশাসন। ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিন মনিরুলকে দেখতে উপজেলার পশ্চিম রাজনগর বন্ধুপাড়া গ্রামের তার নানা মকবুল হোসেনের বাড়িতে যান। ওইসময় তারা মনিরুল ও তার স্বজনদের সান্তনা দিয়ে মনিরুলের চিকিৎসার খোঁজ-খবর নেন। একইসাথে তারা জেলা প্রশাসনের তরফ থেকে চিকিৎসা সহায়তা বাবদ পাঠানো নগদ ৫ হাজার টাকা মনিরুলের নানীর হাতে তুলে দেন। এদিকে নির্যাতনের শিকার মনিরুল ৩ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণের পর নানার বাড়িতে ফিরেছে। অন্যদিকে এখনও গ্রেফতার হয়নি ঘটনার নায়ক আলী হোসেন। পুলিশ বলছে, তাকে গ্রেফতারে অভিযান চলছে। উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর রবিবার নালিতাবাড়ী উপজেলার পশ্চিম রাজনগর বন্ধুপাড়া গ্রামের আলী হোসেনের একটি মোবাইল হারানোর ঘটনায় স্থানীয় কিশোর মনিরুল ইসলাম পুতুরাকে সন্দেহ করে রাস্তা থেকে ধরে নিয়ে উলঙ্গ করে গাছে বেঁধে শারীরিক নির্যাতন করা হয়। ওই ঘটনায় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নির্দেশে সোমবার নালিতাবাড়ী থানায় নিয়মিত মামলা গ্রহণ এবং রাতে অভিযান চালিয়ে ইসহাক (৩০) ও রবিউল (২০) নামে ২ সহোদর যুবককে গ্রেফতার করে পুলিশ। Related posts:র্যাবের অভিযানে নান্দিনায় মদসহ গ্রেপ্তার ৩শাহজাদপুরে আ.লীগ নেতা রাজিব শেখের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনজামালপুরে বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার Post Views: ৩৬২ SHARES সারা বাংলা বিষয়: