শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-লিফলেট বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ ‘আমাদের দায়িত্ববোধ, ডেঙ্গু করি প্রতিরোধ’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে। ২ সেপ্টেম্বর সোমবার সকালে শহরের গোপালবাড়ী এলাকার আড়াইআনী জমিদার বাড়ির পুকুর পাড়ে ওই অভিযানের উদ্বোধন করেন জেলা রোটারি ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মলয় চাকী। ওইসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। আমরা নিজেদের যেমন পরিচ্ছন্ন রাখি, তেমনি আমাদের আশেপাশের পরিবেশকেও পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে রোগবালাই ছড়াতে না পারে ও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কোন প্রাণহানি না ঘটে।’ ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে বন্ধুসভার সদস্যরা এগিয়ে আসায় তাঁদের ধন্যবাদ জানান তিনি। ওইসময় অন্যান্যের মধ্যে প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজু, প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফ, সহসভাপতি রবিন সাহা, মাহমুদুল হাসান মিলন, সাধারণ সম্পাদক মাশুকুর রহমান মিশুক, যুগ্ম সাধারণ সম্পাদক জয় সাহা, সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মো. সাঈমসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বন্ধুসভার সদস্যরা দীর্ঘদিন যাবত ময়লা-আবর্জনা ও বর্জ্যে ভরে থাকা শহরের গোপালবাড়ী এলাকার আড়াইআনী জমিদার বাড়ির পুকুরের একাংশ পরিষ্কার ও পরিচ্ছন্ন করে দেন। সেইসঙ্গে শহরের গোপালবাড়ী, মুন্সিবাজার, নিউমার্কেট মোড়সহ বিভিন্নস্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। ওইসব কাজে বিডি ক্লিন শেরপুর টিম সহযোগিতা প্রদান করে। Related posts:প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন ॥ মির্জা আজম এমপিজামালপুরে পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিতগোপালগঞ্জে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ Post Views: ২৬৭ SHARES সারা বাংলা বিষয়: