শেরপুরে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন দাবিতে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯ শ্রীবরদী প্রতিনিধি ॥ প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ওই কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। ওই সময় মানববন্ধন থেকে শিক্ষকদের বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আমানউল্লাহ হেলাল, শিক্ষক সাইফুল ইসলাম, কামরুন্নাহার ও নাজমুল হক সিদ্দিকী প্রমুখ। এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকরা অংশ গ্রহণ করেন। Related posts:জামালপুরে সাধারন মানুষের মাঝে জেলা প্রশাসনের মাস্ক বিতরনব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা লুট ॥ মোটর সাইকেলসহ আটক ১শেরপুরে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান উদ্বোধন Post Views: ২৮০ SHARES সারা বাংলা বিষয়: