শেরপুরে মাদক, জুয়া, শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্য বিয়ে, জঙ্গিবাদবিরোধী সমাবেশ

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে জেলা পুলিশের উদ্যোগে মাদক, জুয়া, ইভটিজিং, শিশু নির্যাতন, বাল্যবিয়ে, জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ওইসময় তিনি নালিতাবাড়ীর হতদরিদ্র কিশোর মনিরুল ইসলাম ওরফে (১৪) পুতুরাকে নারিকেল গাছের সঙ্গে বেঁধে উলঙ্গ করে নির্যাতন প্রসঙ্গে বলেন, ওই ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হয়েছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের খুব দ্রুত গ্রেফতার হবে। কেউ ছাড় পাবে না। তিনি আরও বলেন যদি ওই দরিদ্র কিশোরের উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তবে তার যাবতীয় ভার নেবে জেলা পুলিশ বিভাগ।

এদিকে কিশোর মনিরুলকে নির্যাতন করার সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে নালিতাবাড়ী রাজনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলীকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই সমাবেশে বক্তব্য রাখার সময় ইউনিয়নের সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন ওই তথ্য জানান। তিনি বলেন, তাৎক্ষণিক দলের সভা ডেকে অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার দায়ে আলীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত রবিবার নালিতাবাড়ীর পশ্চিম রাজনগর বন্ধুপাড়া গ্রামের আব্দুল আলীর বাড়ীতে মনিরুল ইসলাম ওরফে পুতুরাকে মোবাইল চুরির অপবাদ দিয়ে উলঙ্গ করে নারিকেল গাছে হাতমোড়া করে বেঁধে নির্যাতন করা হয়। বর্তমানে ওই কিশোর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় জড়িতদের মধ্যে আব্দুল আলী পলাতক রয়েছেন। কিন্ত তার ভাতিজা ওই গ্রামের আব্দুস সালামের ছেলে ইসহাক মিয়া (৩০) ও রবিউল মিয়া (২০) গ্রেফতার হয়েছে। আগামী রোববার তাদের ৭ দিনের রিমান্ড শুনানী হবে।

ওই ঘটনায় কমিউনিটি পুলিশিং ফোরামের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শিক্ষক, আলেম-ওলামা, কাজীসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সমাবেশ আহবান করা হয়। রাজনগর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল প্রমূখ উপস্থিত ছিলেন।