শেরপুরে শিক্ষক-কর্মচারীদের এমপিও ভুক্তির দাবীতে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ আজ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শহরের নিউমার্কেট চত্বরে ‘নন এমপিও এইচএসসি (বিএম) শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন’ শেরপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ২০১৮ সালের এমপিও নীতিমালার আলোকে সকল নন এমপিও সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসার তালিকার সাথে এইচএসসি (বিএম) শিক্ষা প্রতিষ্ঠানকে সংযুক্ত করে দ্রুত এমপিও ভুক্তির প্রজ্ঞাপন জারি করার দাবীতে ওই নন এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছে। শেরপুর জেলা কমিটি’র আহ্বায়ক মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতন ওই মানববন্ধনে বক্তব্য রাখেন কসবা বিএম কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান, খড়িয়া কাজির চর বিএম কলেজের অধ্যক্ষ মাসুদুল হক, ডা. সেরাজুল হক বিএম কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, পাইকুড়া বিএম কলেজের প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান প্রমুখ। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিএম কলেজের শিক্ষক-কর্মচারী বৃন্দ। Related posts:করোনা যুদ্ধে ভালো কাজ করলে পুরস্কার : মির্জা আজমজামালপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব আশ্রয়ণ প্রকল্প ২০টি পরিবারশেরপুরে সামাজিক সংগঠন ঢাকলহাটী তরুণ সংঘের কমিটি গঠন Post Views: ২৯০ SHARES সারা বাংলা বিষয়: