সঞ্চয়পত্রে ৫ লাখ পর্যন্ত বিনিয়োগে ৫% উৎসে করের প্রজ্ঞাপন জারি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯ নিজস্ব প্রতিবেদক : সব ধরনের সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে ৫ শতাংশ হারে উৎসে কর আদায়ের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ২৫ মে স্বাক্ষর করা প্রজ্ঞাপনটি শনিবার (৩১ আগস্ট) জারি করেছে সংস্থাটি। এর আগে এ বিষয়ে সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, এ-সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করতে দেরি হচ্ছে। তবে এটি যখনই জারি করা হোক না কেন চলতি বছরের জুলাই থেকে এটি কার্যকর হবে। তিনি আরও বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের মুনাফা বা সুদের ওপর ৫ শতাংশ হারে উৎসে কর নেয়া হবে। চলতি অর্থবছরের বাজেটে ৫ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রে ৫ শতাংশ উৎসে কর আরোপ করে সরকার। পেনশনার সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগের পাশাপাশি অন্য সব ধরনের সঞ্চয়পত্রে যেকোনো পরিমাণ অর্থ বিনিয়োগ থেকে অর্জিত মুনাফায় ১০ শতাংশ হারে উৎসে কর আরোপ করা হয়। পরে এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সঙ্গে বৈঠকের পর অন্য সব ধরনের সঞ্চয়পত্রেও ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার ওপর ৫ শতাংশ উৎসে কর আরোপ করার সিদ্ধান্ত হয়। Related posts:করোনায় বিপাকে দেশের ব্যবসায়ীরা, প্রতিদিন গড়ে ১১০০ কোটি টাকা লোকসানজিনিসপত্রের দাম কমাতে নীতি সুদহার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক১৯ দিনে রেমিট্যান্স এল ২২৫ কোটি ডলার Post Views: ২৬১ SHARES অর্থনৈতিক বিষয়: