‘সাধারণ মানুষকে হয়রানি করলে কাউকে ছাড় দেয়া হবে না’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : সাধারণ মানুষকে হয়রানি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি নয়া কমিশনার শফিকুল ইসলাম। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, সাধারন মানুষের মন থেকে পুলিশভীতি দূর করার জন্য কাজ করবে ডিএমপি। পাশাপাশি পুলিশের সকল কর্মকান্ড কঠোরভাবে পর্যবেক্ষন করা হবে। সাধারণ মানুষ যাতে পুলিশের সেবা পায় সেই লক্ষ্যে পুলিশি সেবা উন্নত করা হবেও বলে জানান ডিএমপি কমিশনার। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ট্রাফিক উপ-কমিশনারসহ সকলকে মাঠে থাকার নির্দেশ দেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। Related posts:শেখ হাসিনার সঙ্গে বিল গেটসের সৌজন্য সাক্ষাৎই-ভিসা চালু হচ্ছে, দ্রুততর হবে ভিসা প্রক্রিয়া : প্রধানমন্ত্রীপ্রথম ধাপে মালয়েশিয়া যাবেন আটকে পড়া ৮ হাজার কর্মী Post Views: ২৪৫ SHARES জাতীয় বিষয়: