৩২০০ ইয়াবাসহ দুই বোন আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : রাজধানীর মুগদা থেকে ৩২০০ পিস ইয়াবাসহ আপন দুই বোনকে আটক করেছে মুগদা থানা পুলিশ। প্রাথমিকভাবে তারা পুলিশের কাছে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুগদার ধলপুরের সিটিপল্লী থেকে তাদের আটক করে পুলিশ। পরে তাদের তল্লাশি ও তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুই বোন হচ্ছেন- রেখা (৩২) ও বিথী (৩০)। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা দুই বোন সিটিপল্লী এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিল। সন্দেহজনক আচার ভঙ্গির কারণে তাদের আটক করে তল্লাশি করা হয়। পরে দুজনের কাছে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে হাজারখানেক ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের মদীনাবাগের বাড়ি থেকে আরও ইয়াবা উদ্ধার করা হয়। মোট ইয়াবার সংখ্যা ৩২০০। তিনি আরও বলেন, দুই বোন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা বিক্রির উদ্দেশে আজ ইয়াবাগুলো বহন করছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে তোলা হবে। Related posts:৩ নভেম্বরের মধ্যে শুরু হবে ট্রাইব্যুনালের মূল ভবনে বিচার কার্যক্রম: আসিফ নজরুলআমরা সবাই এক পরিবারের সদস্য : প্রধান উপদেষ্টাধর্ষণে মৃত্যুদণ্ডের আইন অধ্যাদেশ আকারে জারি হচ্ছে : প্রধানমন্ত্রী Post Views: ২৮৩ SHARES জাতীয় বিষয়: