৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রোববার (৮ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালিনা করে এসব মামলা করা হয়। অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স নিউ ইউসুফ কনফেকশনারির পাউরুটি পণ্যের মোড়কে পণ্যের নাম ও নিট ওজন উল্লেখ না থাকায় এবং বিএসটিআইয়ের ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ডিজিটাল স্কেল ব্যবহার করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়াও একই এলাকার মেসার্স মায়ের দোয়া বস্ত্র বিতান, মেসার্স আফজাল বস্ত্র বিতান, মেসার্স সেলিম অ্যান্ড ব্রাদার্স এবং মেসার্স নাজমুল ক্লথ স্টোর কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী মামলা করা হয়। বিএসটিআইয়ের সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেনের নেতৃত্বে অভিযানে সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার, পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. রাকিবুল আলম অংশগ্রহণ করেন। Related posts:বর্তমান সরকার অপ্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণ করে না: প্রধানমন্ত্রীসারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাসডিসেম্বরে ভোটের জন্য অক্টোবরে তপশিল ঘোষণা করতে হবে: সিইসি Post Views: ২৫৭ SHARES জাতীয় বিষয়: