রিয়াল মাদ্রিদকে বাঁচালেন বেল

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯

স্পোর্টস ডেস্ক : গ্যারেথ বেল বাঁচালেন রিয়াল মাদ্রিদকে। রোববার রাতে ভিয়ারিয়ালের মাঠে দুবার পিছিয়ে পড়ে হারের শঙ্কায় ছিল জিনেদিন জিদানের দল। ওয়েলস তারকার জোড়া গোল বাঁচিয়েছে তাদের। ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা।

তবে নিজের এমন দিনেও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বেলকে। অতিরিক্ত সময়ে এসে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন ওয়েলস ফরোয়ার্ড।

ছয় ইনজুরিতে দুর্বল রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়ে ১২তম মিনিটেই, অধিনায়ক সার্জিও রামোসের বোকার মতো ভুলে। প্রতিপক্ষ রক্ষণের এই ভুলে গোল করে দলকে এগিয়ে নেন ভিয়ারিয়ালের জেরার্ড মরেনো।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলকে সমতায় ফেরান বেল। দানি কারভাহালের বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়ে সহজেই জালে পাঠিয়ে দেন ওয়েলস ফরোয়ার্ড।

৭৪ মিনিটে আবারও এগিয়ে যায় ভিয়ারিয়াল। হাভিয়েরের কাছ থেকে বল পেয়ে গোল করেন মোই গোমেস। ২-১ গোলের হার নিয়েই ম্যাচটি শেষ করার অবস্থায় চলে গিয়েছিল রিয়াল।

শেষের দিকে এসে জিদানের মুখে হাসি ফোটান দলে প্রায় অপাংক্তেয় হয়ে পড়া বেল। ৮৬ মিনিটে লুকা মদ্রিচের পাস ডি-বক্সে পেয়ে এক জনকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন বেল।

ফলে স্বস্তির এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে রিয়াল। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে এখন পঞ্চম স্থানে আছে জিদানের দল। দিনের আরেক ম্যাচে এইবারকে ৩-২ গোলে হারানো অ্যাটলেতিকো মাদ্রিদ তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে আছে সবার উপরে।