নকলায় বিডি ক্লিন শেরপুর টিমের মতবিনিময় সভা

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

নকলা প্রতিনিধি ॥ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সারা দেশব্যাপী। দেশের প্রায় প্রতিটি জেলাতে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দিতে স্বোচ্ছায় অবিরাম কাজ করছে বিডি ক্লিন এর তরুণরা।

তারুণ্যের এই আন্দোলনে এবার শেরপুরের নকলা উপজেলাকে যুক্ত করতে শুক্রবার সন্ধ্যায় বিডি ক্লিন শেরপুরের আহবানে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে এক আলোচনা ও প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মো. মোশারফ হোসাইন এর সভাপতিত্ব ওই সভায় বক্তব্য রাখেন, বিডি ক্লিন শেরপুরের সহ-সমন্বয়ক ও রক্তসৈনিক বাংলাদেশ এর সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শামীম, বিডি ক্লিন শেরপুরের দশকাহনিয়া ইউনিট প্রধান আমির হামজা, শের আলী গাজী ইউনিট প্রধান লিমন আহমেদ, ইউনিট প্রধান শাহরিয়ার খান শিপন ও আব্দুল্লাহ আল আমীন, রাজিব হাসান, নাসির উদ্দিন, মাহমুদুল হাসান জিহাদ, জিয়াউল হক জুয়েল, শফিকুল ইসলাম, সাব্বির আলম প্রান্ত, নাজমুল হাসান নাহিদ, রাকিবুর রহমান, সিয়াম মাহমুদ, আফিফ রাফি, আসাদ, অনিক সরকার প্রমুখ।

ওইময় প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, সহকারী শিক্ষক মিজানুর রহমান, নকলা উপজেলার জাহাঙ্গীর রউফ শিবলু, ফুয়াদ রহমান ফাহিম, অর্নব রায়হান, রামিম আহম্মেদ, নূর হোসাইন হানিফ, সাঈম মিয়া, আজিজুল হক, মোকছেদুল মমিন, সিয়াম মাহমুদ সৃষ্টি, কামরুজ্জামান কাকন, আব্দুস ছোবহান, মনির হোসেন, আতিকুর রহমান রাজু, মোকছেদুল হাসান, রাজিব আহমেদ, মনিরুজ্জামান মনিরসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।