শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে কামারেরচর ইউনিয়ন চ্যাম্পিয়ন

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০১৯ শেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে কামারেরচর ইউনিয়ন একাদশ। ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কামারেরচর ইউনিয়ন একাদশ ১-০ গোলে পাকুড়িয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে। কামারেরচরের পক্ষে খেলার শুরু ১৫ মিনিটে একমাত্র গোলটি করেন আক্রমণভাগের ৬ নং জার্সিধারি খেলোয়াড় ওবায়দুল্লাহ মিয়া।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও সহকারি কমিশনার (ভূমি) ফারুক আল মাহমুদ। এসময় সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার ও সচিবরা উপস্থিত ছিলেন। গোলদাতা কামারেরচর ইউনিয়নের মিডফিল্ডার ওবায়দুল্লাহ মিয়া ‘ম্যান অব দি ফাইনাল’ পুরষ্কার লাভ করেন। সুন্দর ব্যবস্থাপনার কারণে পাকুড়িয়া ইউনিয়নের পুটজানা হাইস্কুল মাঠকে সেরা ভেন্যুর পুরষ্কার প্রদান করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে শেরপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ টুর্ণামেন্টে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ফুটবল দল নকআউট ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করে।