আজ প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র ১০ম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ আজ ২৬ সেপ্টেম্বর শেরপুর জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি, জেলার অন্যতম আওয়ামী লীগ নেতা মরহুম সেলিম রেজার ১০ম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৯ সালের এই দিনে শহরের ঢাকলহাটীস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। এ উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভাসহ যৌথভাবে নানা কর্মসূচীর আয়োজন করেছে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও শেরপুর জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন।
উল্লেখ্য, প্রয়াত শ্রমিক নেতা মরহুম সেলিম রেজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অদর্শে অনপ্রাণিত হয়ে ব্যবসার পাশাপাশি রাজনীতিতে সম্পৃক্ত হয়ে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি, জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংলড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে শেরপুর জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নে নতুন গতির সঞ্চার হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও টানা ১৪ বছর জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি শেরপুরের শ্রমিকদের কল্যাণে ব্যাপক উন্নয়ন কর্যক্রম ছাড়াও নিজ এলাকাসহ জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অবদান রেখে গেছেন। তার একমাত্র কন্যা সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য, সাপ্তাহিক শ্যামলী শেরপুর, শ্যালমলী নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক-প্রকাশক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ও বড় ছেলে শ্রমিক নেতা মো: আরিফ রেজা তার উত্তরসুরী হিসেবে শেরপুর জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন ও জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা হিসেবে রাজনীতির হাল ধরে রেখেছেন। পিতার মৃত্যুতে ১০ম বার্ষিকী উপলক্ষে তার একমাত্র কন্যা সাবেক সাংসদ এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ও বড় ছেলে মো: আরিফ রেজা সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।