অনিয়ম দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে : নিউইয়র্কে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯

শ্যামলী নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে। চলমান দুর্নীতি বিরোধী অভিযানে অনেকেই অখুশী, কিন্তু কিছু করার নেই। দুর্নীতি করে কোনো অপরাধীই ছাড় পাবে না। 

রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত প্রায় সাড়ে তিনটার দিকে নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পররাষ্ট্র মন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে আর যেন ওয়ান ইলেভেন না হয়, সেকারণেই দুর্নীতি বিরোধী অভিযান চালানো হচ্ছে। আমরা সামাজিক বৈষম্য দূর করার জন্য কাজ করছি। এছাড়া উন্নয়ন প্রকল্পের সুফল নিশ্চিত করাটাও এই দুর্নীতি বিরোধী অভিযানের লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। দুর্নীতির কারণে সেটা নষ্ট হতে দেয়া যায় না। প্রকল্পের প্রতিটি পয়সা যাতে যথাযথভাবে ব্যয় হয় সেই পদক্ষেপও নেয়া হবে।