নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯

নালিতাবাড়ী প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ আটক ২ যুবককে পৃথকভাবে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে ওই দ- প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। দ-প্রাপ্তরা হচ্ছে উপজেলার আমবাগান এলাকায় জয়নাল আবেদিনের ছেলে সবুজ মিয়া ও বেকীকুড়া এলাকার আব্দুর রহমানের ছেলে মাসুদ মিয়া।
জানা যায়, শেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মশিউর রহমান সোহেল ও পরিদর্শক মাসুুদুর রহমান তালুকদারের নেতৃত্বে রবিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বেকীকুড়া ও আমবাগান এলাকায় পৃথকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আমবাগান এলাকা থেকে সবুজ মিয়াকে ৫ পিস ইয়াবাসহ ও বেকীকুড়া এলাকা থেকে মাসুদ মিয়াকে গাঁজাসহ আটক করা হয়। পরে উভয়কে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমানের কার্যালয়ে আনা হলে সাক্ষ্যপ্রমাণ শেষে ইয়াবা রাখার দায়ে সবুজ মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও ৩শ টাকা অর্থদ- এবং গাঁজা রাখার দায়ে মাসুদকে ৩ মাসের বিনাশ্রম কারা- ও ১শ টাকা অর্থদ- প্রদান করা হয়। পরে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।