জামালপুরে পূজা মন্ডপে সাবেক অতিরিক্ত আইজিপি’র নগদ অর্থ, শাড়ি-লুঙ্গি প্রদান

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৯

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১৪টি পূজা মন্ডপে নগদ অর্থ ও হিন্দু সম্প্রদায়ের জন্য শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে তিনি প্রতিটি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।

বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোখলেসুর রহমান পান্না ৬ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে এসব বিতরণ করেন। তিনি প্রতিটি পূজা মন্ডপের জন্য নগদ ৩ হাজার টাকা ও ২৫টি করে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সার্বিক সহযোগিতায় নগদ অর্থ ও বস্ত্র বিতরণকালে এ সময় দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান রাসেল, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।